আন্তর্জাতিক অটো শো বাতিল

২৪ মে, ২০২০ ০২:১৭  
চলমান করোনাভাইরাস মহামারির কারণে এবছর বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে না। প্রথমদিকে দিনতারিখ পেছালেও এবার আয়োজকরা জানিয়েছে নিউ ইয়র্কের আন্তর্জাতিক অটো শো বাতিল করা হয়েছে। করোনাভাইরাসের ভয়াবহতার পাশাপাশি অনুষ্ঠানস্থল জাভিটস সেন্টারকে কোভিড-১৯ রোগীদের জন্য ফিল্ড হাসপাতাল তৈরির করার কারণে এবছর সেখানে অটো শো আয়োজন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে অস্থায়ী হাসপাতালটিতে কোনো রোগী না থাকলেও সেটি ‘স্টান্ডবাই’ হিসেবে রাখা হয়েছে। আর তাই আয়োজকরা নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ২০২১ সালের ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল আয়োজিত হবে উল্লেখিত অটো শো। ডিবিটেক/বিএমটি